চট্টগ্রামে অটোরিকশা চালক খুন
৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয়, হত্যার উদ্দেশে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল।
রোববার (৫ নভেম্বর) গভীর রাতে সীতাকুণ্ড পৌর সদরের ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মো. একরামের (২০) বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। তিনি সীতাকুণ্ড উপজেলায় অটোরিকশা চালাতেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সারাবাংলাকে জানান, মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন শুনে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে রক্তাক্ত একরামের অদূরে একটি সিএনজি অটোরিকশা পাওয়া যায়, যেটি একরাম চালাতেন।
‘ঘটনাস্থলে অপর এক অটোরিকশা চালক আমাদের জানিয়েছেন, তিনি অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় মহাসড়কে এক যুবকের সঙ্গে একরামকে হাতাহাতি করতে দেখেছিলেন। কিন্তু চালক ও যাত্রীর মধ্যে স্বাভাবিক ঝগড়া মনে করে তিনি চলে যান। পরে জানতে পারেন, একরামকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা আরও তথ্য পেয়েছি যে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য একরামকে খুন করা হয়েছে। কিন্তু অটোরিকশাটি তো ঘটনাস্থলেই পাওয়া গেছে। তাহলে সেই তথ্য সঠিক বলে মনে হচ্ছে না।’
ওসি বলেন, ‘আমাদের ধারণা, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারপরও আমরা প্রাথমিক তদন্তে পাওয়া সব তথ্য যাচাইবাছাই করে দেখছি।’
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমও