২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৩৩৩
৫ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৭
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনার রোগী শনাক্তের পরিমাণ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৩৩ জন। যা আগের দিন ছিল ২৩০ জন।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে ৪ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৮৭টি। এসব নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৩৩৩ জন। যা আগের দিন ছিল ২৩০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো ২০ লাখ ১৩ হাজার ৯৪ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ। যা আগের দিন ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৮৭ জন। যা আগের দিন ছিল ১৯৪ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থতার সংখ্যা কমেছে। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে নতুন করে কেউ মারা যাননি। তবে মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশে স্থির রয়েছে। করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ হাজার ৭২০ জন পুরুষ, ১০ হাজার ৬০৮ জন নারী। শতকরা হিসেবে পুরুষের মৃত্যু হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮১টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি এবং র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৩টি।
এ সব ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৪৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭ লাখ ৩৪ হাজার ১৯৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৩৭ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সারাবাংলা/একে