Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর করা মামলায় আল আমিনের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫১

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগের মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে তাকে ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তার সঙ্গে ছিলেন আইনজীবী আশরাফুল ইসলাম।

গত ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী ইসরাত জাহান। পরে তদন্ত ও যাচাই-বাছাই শেষে পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় অভিযোগ করা হয়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে নির্যাতন ও মারধর করেন আল আমিন। এ ছাড়াও আল আমিনের বিরুদ্ধে বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে।

পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত রেখেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

সারাবাংলা/কেআইএফ/এনএস

আল আমিন হোসেন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর