Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েদাবাদে মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫২

ঢাকা: রাজধানীর সায়েদাবাদে একটি মাদরাসার ছাদ থেকে নিচে পড়ে মাসুম বিল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সায়দাবাদ হিকমা ইসলামিয়া মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার অধ্যক্ষ নুরুল হুদা ভূঁইয়া তুহিন জানান, সকালে ওই শিক্ষার্থী একাই মাদরাসার ছয় তলা ছাদে ওঠে। এর কিছুক্ষণ পর অন্য ছাত্ররা তাদের খবর দেয়, সে ভবনের নিচে পড়ে আছে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে ওই শিক্ষার্থী ছাদে উঠেছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

স্বজনরা জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। মাসুমের বাবার নাম রেজাউল করিম। বর্তমানে পরিবারটি সায়দাবাদ জনপদ মোড় এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

মাদরাসার ছাদ শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর