করোনায় ১ মৃত্যু, শনাক্ত ৩১৩
৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৭
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনার রোগী শনাক্তের পরিমাণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩১৩ জন। যা আগের দিন ছিল ৩৩৩ জন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বুথ থেকে ৪ হাজার ৬০৬টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬২টি। এসব নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৩১৩ জন। যা আগের দিন ছিল ৩৩৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৬ দশমিক ৭১ শতাংশ। যা আগের দিন ছিল ৬৮ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৯৭ জন। যা আগের দিন ছিল ১৮৭ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থতার সংখ্যা কমেছে। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। যা আগের দিন ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশে স্থির রয়েছে। করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ হাজার ৭২১ জন পুরুষ, ১০ হাজার ৬০৮ জন নারী। শতকরা হিসেবে পুরুষের মৃত্যু হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮১টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি এবং র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৩টি।
এ সব ল্যাবে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ১৪৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭ লাখ ৩৭ হাজার ২৯৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৩৮ হাজার ৮৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সারাবাংলা/একে