ফুটপাতে এইডস রোগীর মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫০
ঢাকা: রাজধানীর শাহবাগ শিববাড়ির ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শিববাড়ী রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, ‘লোক মারফত খবর পেয়ে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
এসআই মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। একটি বেসরকারি স্বাস্থ্যসেবা এনজিও থেকে নিয়মিত ওষুধ খেতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। পিতার নাম মৃত শাহজাহান। দীর্ঘদিন যাবৎ এইডসে আক্রান্ত ছিল মিলন। তিনি নিজেও এইডস আক্রান্ত। তারা দুজন শিববাড়িতে ফুটপাতে ঘুমাত।
মিলন কারওয়ান বাজারে লেবারের কাজ করতেন।
সারাবাংলা/এসএসআর/একে