Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ২৩৬৬টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ২১:০৬

ঢাকা: সারাদেশে ২ হাজার ৩৬৬ টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলছে। এর বাইরে ট্রাক সেলেও ওএমএস কার্যক্রম চলমান রয়েছে। এসব স্থান থেকে প্রতিকেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে কেনা যাচ্ছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দেশের ২ হাজার ৩৬৬টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলছে। এর মধ্যে শুধু চাল বিক্রি হচ্ছে ১ হাজার ৯৬৩ টি কেন্দ্রে এবং চাল ও আটা বিক্রি হচ্ছে ৪০৩ টি কেন্দ্রে (ঢাকা মহানগর, শ্রমঘন ৪টি অঞ্চল ও বিভাগীয় শহরে ৪০৩টি কেন্দ্র আধা টন হারে দৈনিক বরাদ্দ ২০১.৫ টন)। ওএমএস কার্যক্রমে চালের মূল্য প্রতিকেজি ৩০ টাকা ও আটার মূল্য ১৮ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা মহানগরের ট্রাক সেল ৫০টি কেন্দ্রের প্রতিটিতে বরাদ্দ ৩.৫ টন করে। এছাড়া ঢাকা মহানগরে আরও ১৪৭টি দোকানে চাল বিক্রয় করা হচ্ছে। যেখানে বরাদ্দ ২ টন করে। ঢাকা মহানগরী ছাড়াও ৯৯টি ট্রাকের মাধ্যমে শ্রমঘন এলাকা ও বিভাগীয় শহরে প্রতিটিতে ২ টন করে চাল বিক্রি হচ্ছে। ঢাকা মহানগরীর ৫০ টি ট্রাক সেল ছাড়াও অন্য সব দোকান ও ট্রাকে (২ হাজার ৩১৬ টি কেন্দ্রে) প্রতিটিতে চালের বরাদ্দ ২ টন করে। ২ হাজার ৩১৬ টি কেন্দ্রে দৈনিক চালের বরাদ্দ ৪ হাজার ৮০৭ টন।

এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ কার্যক্রম বছরে কর্মাভাবকালীন ৫ মাস (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল) পরিচালিত হয়। খাদ্যবান্ধব কর্মসূচির সারাদেশে ডিলার সংখ্যা ১০ হাজার ১১০ জন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ওএমএস কার্যক্রম

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর