Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমক টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ২২:০১

ঢাকা: বিএসটিআই’র সিএম লাইসেন্স বা ছাড়পত্র গ্রহণ ছাড়া ছাপা শাড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে কদমতলীর চমক টেক্সটাইল ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলসকে এক লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিএসটিআই জানিয়েছে, ৮০ টন ওজন ক্ষমতা সম্পন্ন ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে কদমতলীর হোসেন কম্পিউটার সেক্লকে ২৫ হাজার টাকা ও থ্রি স্টার কম্পিউটারাইজড ওয়েব্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও একই থানাধীন এলাকায় অবস্থিত মেসার্স ইসলাম অ্যান্ড ব্রাদার্সে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন পরিমাপে ডিজিটাল স্কেলে সঠিক পরিমাপ পাওয়া যায়।

মোবাইল কোর্টটি বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে অংশ নেন বিএসটিআই’র পরীক্ষক (টেক্সটাইল) মো. শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) ও পরিদর্শক (মেট্রোলজি) মো. নাজমুস সায়াদত।

সারাবাংলা/ইএইচটি/একে

জরিমানা বিএসটিআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর