নানকপুত্র সায়ামের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৯
ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র প্রয়াত পুত্র সায়াম উর রহমান সায়ামের ১১ম মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে বিভিন্ন স্তরের হাজারও মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর রিংরোডের সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল হয়। এতে দলের বিভিন্ন স্তরের এবং স্থানীয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে সায়ামের জন্য দোয়া চান তার বাবা জাহাঙ্গীর কবির নানক।
সূচনা কমিউনিটি সেন্টারের পাশে মহিলাদের জন্য পৃথক প্যান্ডেলে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়। সেখানে সায়ামের মাতা সৈয়দা আরজুমান নার্গিসসহ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
ছেলে হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সন্তানহারা নানক।
তিনি বলেন, ‘আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে হারানোর বেদনা যে কত কষ্টের তা যে হারিয়েছে সেই বোঝে। আল্লাহ যেন আমার পুত্রকে জান্নাত দান করেন আপনারা তার জন্য দোয়া করবেন।’
এ সময় ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া চেয়ে নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। দিনরাত পরিশ্রম করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা, নিশ্চয়ই আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ এর প্রতিদান দেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, কাজী জাফরুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মওলা নকশালবন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন আফজাল হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন, সৈয়দ আবদুল আউয়াল শামীম অপুসহ অনেকে।
এছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এছাড়া বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ দোয়া ও তবারক বিতরণসহ মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
গ্লোবাল ইউনির্ভাসিটি বাংলাদেশ বরিশালেও বাদ জোহর ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের বাবা জাহাঙ্গীর কবির নানক ও মা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের প্রয়াত পুত্রের রুহের মাগফিরাতের দোয়া কামনা করেছেন।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন নানকপুত্র। মাত্র ২৪ বছর বয়সে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরা সাফারি পার্কের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সায়াম-উর রহমান সায়াম।
সারাবাংলা/এনআর/একে