ঢাবির প্রশ্ন ফাঁসের অভিযোগে রাবির ২ শিক্ষার্থী আটক
১৬ ডিসেম্বর ২০১৭ ১৪:২০
রাজশাহী ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী গত এক সপ্তাহ নিখোঁজ থাকার পর তাদের সন্ধান পাওয়া গেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের সহপাঠীরা খোঁজ না পাওয়ায় প্রথমে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং পরে জানতে পারে তাদের পুলিশ গ্রেফতার করেছে।
আটককৃত শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বনি আমিন ইসরাইল ও নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন।
বৃহস্পতিবার ঢাকার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির সঙ্ঘবদ্ধ অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘বনি ইসরাইল এবং মারুফের কাজ ছিল ভর্তিচ্ছু ছাত্র সংগ্রহ এবং তাদের তথ্য চক্রের নেতা রকিবুল হাসান ইসামীকে সরবরাহ করা। এই চক্রের শীর্ষে থাকা পাবনা জেলা ক্রীড়া কর্মকর্তা রকিবুল হাসান ইসামীকে গত ১১ ডিসেম্বর গ্রেফতার করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি তখন রাজশাহীতে ছিলাম না। সহকারী প্রক্টর আমাকে বিষয়টি জানিয়েছিলেন। শুনেছি ঢাকায় ওই দুজন ঢাবির প্রশ্ন ফাঁসে জড়িত এবং তাদের নামে মামলা হয়েছে।’
এ বিষয়ে রাজশাহীর সিআইডি পরিদর্শক আসমাউল হক বলেন, ‘ঢাবির ভর্তি পরীক্ষার্থী প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কাদের আটক করা হয়েছে আমি জানি না। আর তখন আমি রাজশাহীতে ছিলাম না।’
সারাবাংলা/এএসএস/এমএ/একে