বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার
৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যাওয়া ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এদিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের বাপ্পি কলোনিতে বাবা বেলাল হোসেনকে (৫৫) খুন করে পালিয়ে গিয়েছিল ছেলে মোহাম্মদ হেলাল (১৭)।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদামবিবির হাট এলাকায় একটি চা দোকান থেকে স্থানীয়দের সহায়তায় আমরা হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পাওয়া গেছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, বেকার হেলালকে পারিবারিক বিষয় নিয়ে তার বাবা বেলাল বকাঝকার একপর্যায়ে সে (হেলাল) ঘরের আসবাবপত্র ভাঙা শুরু করে। এসময় বেলাল ধান কাটার কাঁচি দিয়ে তাকে ধাওয়া দেন। তখন হেলাল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে (বেলাল) আঘাত করে। পরে স্থানীয় শিপ ব্রেকিং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বেলালের মেয়ে খতিজা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ভাই হেলালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে হেলালকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সুমন বণিক।
সারাবাংলা/আরডি/এনএস