Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে গলাটিপে হত্যা পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৮

প্রতীকী ছবি

রাজশাহী: যৌতুকের জন্য স্ত্রীকে গলা টিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুকের জন্য প্রতিবেশী ও সন্তানদের সামনে মারধর করা হয় ওই গৃহবধূকে।

ঘটনাটি পবা উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায়। নিহত ওই গৃহবধূর নাম সোনিয়া খাতুন। তিনি পবার কইরা গ্রামের হানিফের মেয়ে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সোনিয়ার শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত স্বামীর নাম নাসির। সোনিয়ার চার বছরের মেয়ে পুলিশকে জানিয়েছে, সকালে তার মাকে মারধর করা হয়েছে। এছাড়াও প্রতিবেশীরা জানিয়েছে একই কথা।

সোনিয়ার স্বজনদের দাবি, স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য প্রায় সোনিয়াকে নির্যাতন করতেন। বুধবার তাকে মারধরের পর গলাটিপে হত্যা করা হয়েছে। ছোট মেয়েটাও মাকে মারধরের কথা পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান স্বজনেরা।

জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফরিদ হোসেন বলেন, ‘নিহত সোনিয়ার স্বজনেরা দাবি করছেন এটা হত্যা। তবে লাশটি ঘরে ঝুলছিল। হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। এখন স্বজনেরা চাইলে মামলা করতে পারে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

সারাবাংলা/এমও

গলাটিপে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর