Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো দল নির্বাচনে অংশ না নিলে তাদের বেঁধে আনার সুযোগ নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৪১

চাঁদপুর: আমরা চাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। তবে কোনো দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অংশগ্রহণ না করলে তাদের ধরে বেঁধে নিয়ে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন সঠিকভাবে হলে বাংলাদেশের মানুষ সবসময় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। বড় দুই-একটি দল যদি যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, তবে জনগণ তাদের মতামতকে খুব একটা প্রাধান্য দেয় না। অতীতে আমরা তা দেখেছি। অতীতে দুইটি বড় দল নির্বাচনে অংশ নেয়নি, তবুও ভালো নির্বাচন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাকরি আগামী নির্বাচনে যোগ্য সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভালো নির্বাচন হবে। সব ব্যবস্থা থাকার পরেও যদি কেউ নির্বাচনে অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা সবসময়ই চাই সবার অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু কেউ যদি শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তাদের তো আমাদের ধরে বেঁধে নিয়ে আসার কোনো সুযোগ নেই।’

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন নির্বাচন শিক্ষা মন্ত্রী

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর