ধর্মগুরু আশারাম বাপু ধর্ষণ করেছেন: যোধপুর আদালত
২৫ এপ্রিল ২০১৮ ১৪:১২
।। সারাবাংলা ডেস্ক ।।
১৬ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক হওয়া ভারতের বিতর্কিত ধর্মগুরু আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করেছেন যোধপুরের আদালত। তবে এখনও চূড়ান্ত রায় দেয়া হয়নি। বুধবারের মধ্যেই এই রায় ঘোষণা হতে পারে।
বুধবার (২৫ এপ্রিল) ২০১৩ সালে নিজ আশ্রমে ওই নারীকে ধর্ষণ করেছিলেন বলে রায় দেয় আদালত। মনে করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে উচ্চাদলতে আপিল করবেন আশারাম বাপু।
৭৭ বছর বয়সী এই ধর্মগুরু যিনি ইয়োগা, শরীরচর্চা এবং ধ্যানের চর্চা শেখান, বিশ্বব্যাপী তার প্রায় ৪০০ শতাধিক আশ্রম রয়েছে এবং ১০ লক্ষাধিক ভক্ত রয়েছে।
তার বিরুদ্ধে গুজরাটের আদালতে একই ধরনের অভিযোগে আরেকটি মামলা চলমান রয়েছে। এদিকে ভক্তদের আক্রমণ বা প্রতিহিংসা থেকে রক্ষা করার জন্য যোধাপুর আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
ভুক্তভোগীদের আইনজীবী উৎসব বেইনস এনডিটিভিকে জানিয়েছেন যে তিনি ধর্মগুরুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে বলে আশা করছেন তারা। ভুক্তভোগী ও তার পরিবার যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তার সঙ্গে এই সাজার কোনো আপোষ হতে পারে না।
তবে মামলার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ধর্মগুরু আশারাম বাপু।
সারাবাংলা/এমআইএস/