কক্সবাজার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দুই লাখেরও বেশি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করেছেন। এ বছরে পর্যায়ক্রমে আরও এক লাখ ঘর বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেস্বর) কক্সবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত ‘লানিং অ্যান্ড শেয়ারিং ইভেন্ট’ শীর্ষক এই আয়োজন করে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন আইএনজিও-এনজিও প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে ভূমি ও গৃহহীন চারটি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।