Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজমির শরীফ পরিদর্শনে রাজস্থানে প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৫

ঢাকা: ভারতে সরকারি সফরের শেষ দিনে আজমিরের খাজা গরীব নেওয়াজ দরগাহ শরীফ পরিদর্শন করতে দেশটির রাজস্থান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

বিমান বাংলাদেশএয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে বৃহম্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে, বিমানটি নয়াদিল্লির পালাম বিমান বন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।

এ বিষয়ে ইহসানুল করিম বলেন, সুফি সাধক হযরত মঈনুদ্দিন চিশতী (র.) মাজার খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন এবং কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি।

সূত্র: বাসাস

সারাবাংলা/এনআর/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজস্থান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর