Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৪

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস সৃষ্টির উসকানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি করা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিবের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরেক বিবৃতিতে তিনি এ কথা বলেন ।

বিএনপির চিরায়ত আচরণ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সর্বদা বাধাগ্রস্ত করেছে করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক সংকটে বিএনপি জনগণের পাশে না থেকে বরং তারা দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।’

ওবায়দুল কাদের তার বিবৃতিতে আরও বলেন, ‘বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে।’

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরাবরের মতো জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আন্দোলনের নামে কাউকে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চার ও ক্ষতিকর কার্যকলাপ সংঘটন করতে দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘সন্ত্রাস নির্ভরতা ত্যাগ করে প্রকৃত গণতান্ত্রিক পথে আন্দোলন করুন।’

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বৈশ্বিক সংকট বুঝতে অক্ষম হলেও জনগণ ঠিকই পরিস্থিতি বিবেচনায় নিজেদের মতো করে সাশ্রয়ী ও সংযমী হচ্ছে।’

ওবায়দুল কাদের তার বিবৃতিতে বিএনপিকে বরাবরের মতো আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদের জনসমর্থন যাচাই করুন।’

সারাবাংলা/এনআর/পিটিএম

আন্দোলন ওবায়দুল কাদের টপ নিউজ নৈরাজ্য বিএনপি সন্ত্রাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর