Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১১ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সম্মতিতে এতে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে লিখিত লিখিত বক্তব্য পড়েন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের সমাবর্তনে বসন্ত সেমিষ্টার ২০১৬ থেকে শরৎ সেমিষ্টার ২০২০ পর্যন্ত ১৫ হাজার ৩৬১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হবে। ২ হাজার ১৪০ জন গ্র্যাজুয়েট সমাবর্তনে সরাসরি অংশ নিয়ে সনদ গ্রহণ করবেন। এর মধ্যে ২৯ জন চ্যান্সেলর গোল্ড মেডেল ও ১৩৭ জন ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলের জন্যে নির্বাচিত হয়েছেন।

সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য বিশ্বজিত চন্দ। সমাবর্তন বক্তব্য রাখবেন প্রফেসর ইমেরিটাস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত। এ ছাড়া অতিথি হিসেবে আরও থাকবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মছরুরুল মওলা, ট্রেজারার মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রশীদ আহমেদ চৌধুরী, খালেদ মাহমুদ, রিজিয়া রেজা চৌধুরী এবং রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।

সারাবাংলা/আরডি/একে

ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর