উল্লাপাড়ায় বজ্রপাতে এক পরিবারের ৫ জনের মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৫০
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক পরিবারের রয়েছেন পাঁচজন। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাস।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
একই পরিবারে মৃত পাঁচজন উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন আফছার আলী (৬০), তার ভাই শমসের আলী (৬৫), শমসের আলীর ছেলে শাহিন মিয়া (২৭) শমসের আলীর জামাতা মোকা মিয়া (৫০) ও তার ছেলে মোন্নাফ আলী (২৫)।
পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিকেল ৪টার দিকে একই পরিবারের পাঁচজনসহ কয়েকজন কৃষক জমিতে চারা রোপণের কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা জমিতে সেচ দেওয়া একটি শ্যালো মেশিন ঘরে আশ্রয় নেন। তখন বজ্রাঘাতে ঘটনাস্থলে পাঁচজন প্রাণ হারান।’
তিনি আরও জানান, পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এখনও আহত কয়েকজন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার আজাদ হোসেন বলেন, ‘বজ্রপাতে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। তারা আমার গ্রামের বাসিন্দা। এই মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’
তিনি জানান, রাত ১২টায় জানাজা শেষে তাদের শিবপুর কবরস্থানে দাফন করা হবে।
সারাবাংলা/একে