Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটেনের রানি এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:১৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৬

ঢাকা: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রাজপ্রসাদ বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে রানির মৃত্যুর খবর জানায়।

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানির স্বাস্থ্যের অবনতি হয়। এর পর থেকে বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। তার অসুস্থতার খবরে এদিন সেখানে ছুটে যান প্রিন্স চার্লসসহ তার সন্তান-সন্ততিরা।

বিজ্ঞাপন

জানা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার হাঁটাচলা করতে ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

সারাবাংলা/আইই

রানি এলিজাবেথের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর