সাপের কামড়ের পর ‘ঝাঁড়ফুকে’ সময় পার, মারা গেল শিশুটি
৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাপে কাটার পর হাসপাতালে না নিয়ে ‘ঝাঁড়ফুকে’ সময় পার করায় শিশুটিকে বাঁচানো যায়নি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে হাটহাহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত আরিফুল ইসলাম (১৩) উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মাওলানা হাসমত আলী বাড়ির বাসিন্দা প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে আরিফুলকে সাপে কাটে। কিন্তু পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে এক তান্ত্রিক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে ‘ঝাড়ফুঁক’ ও একটি ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক সাপের কামড় উল্লেখ করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এমও