Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাঁটাইয়ের প্রতিবাদে যমুনা সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪০

জামালপুর: যমুনা সার কারখানার ৪৮৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাঁটাই হওয়া শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক ঘুরে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তারাকান্দি বনিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মানিক, রফিকুল ইসলাম রফিক, ফজলুল হকসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, দুই দফায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৪৮৬ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ অবৈধভাবে ছাঁটাই করেছে। অবিলম্বে সব শ্রমিকদের পুনর্বহাল করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর