গাইবান্ধায় হাজার মণ পাটসহ ৫টি দোকান পুড়ে ছাই
১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৫
গাইবান্ধা: ফুলছড়িতে পাট হাটে অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার মণ পাট, ধান, ভুট্টা, মুদি দোকানের মালামালসহ কমপক্ষে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে।
শনিবার (১০) দুপুরে তিস্তা মুখঘাটসংলগ্ন পাটহাটিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, গাইবান্ধার সবচেয়ে বড় ফুলছড়ি পাটের হাটে শনিবার সকালে নদীর কিনারে রাখা পাটের খামালে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফুলছড়ি ফায়ার স্টেশন ৩০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এর পরপরেই সাঘাটা ফায়ার স্টেশন কাজে যোগ দেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলছড়ি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুজ্জামান শাহ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে রাস্তা উপর হাটের দোকানপাঠ থাকার কারণে কাজ করতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। প্রায় ৫টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন যায়নি।’
সারাবাংলা/এমও