Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৩

রংপুর: প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে দু’দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চান। তারা আমাদের দেশের সমুদ্রবন্দরগুলো ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। আমরাও তাদের কোন কোন সমুদ্রবন্দর ব্যবহার করব সেটা নিয়ে ভাবছি।’

টিপু মুনশি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী তাদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। তবে অচিরেই ডলারের দাম ‘সেটেল্ড’ হবে। আমরা শিগগিরই ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে অন্তত তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নেব। ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।’ তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশে নিত্য পণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবির মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষের সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।’

এর আগে, সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে আসেন বাণিজ্যমন্ত্রী। এ সময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করবেন টিপু মুনশি। রোববার পর্যন্ত দলের এবং তার নির্বাচনি এলাকা রংপুর-৪ আসনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রী ভারত সফর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর