চলন্ত ট্রাকে উঠে ছিনতাই, গ্রেফতার ৩
১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চলন্ত ট্রাক কৌশলে থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতভর নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার তিনজন হলো- মো. হাসেম (২৮), মো. জসিম (২৫) এবং মো. রুবেল (৩৩)।
শুক্রবার বিকেলে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং আজাদ কলোনির সামনে সড়কে ছিনতাইয়ের শিকার হন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ট্রাক চালক জাকির হোসেন। তার কাছ থেকে নগদ ২৩ হাজার ৫০০ টাকা, ডাচ বাংলা ও সিটি ব্যাংকের দুটি এটিএম কার্ড, একটি সিটি ব্যাংকের সিটিম্যাক্স কার্ড, জাতীয় পরিচয়পত্র ও চালকের সনদ এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে নামে।
অভিযানে অংশ নেওয়া বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার সারাবাংলাকে জানান, নগরীর ফ্রিপোর্ট কাঁচামালের গুদামে আলু খালাস করে ট্রাকটি আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) কারখানায় যাচ্ছিল সার বোঝাই করার জন্য। সল্টগোলা এলাকায় যানজটের কারণে ট্রাক কিছুটা ধীরগতিতে চলছিল। এ সময় গ্রেফতার তিনজন চালকের দৃষ্টি আকর্ষণ করে জানায়, ট্রাকের চাকায় রড ঢুকেছে।
তিনি বলেন, ‘একথা শুনে চালক ট্রাকের দরজা খোলেন। তখন তিনজন লাফ দিয়ে সেখানে উঠে ধারালো ছুরি গলায় ধরে তাকে জিম্মি করে ফেলে। এরপর মালামাল লুট করে দ্রুত ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। আমরা মৌখিক অভিযোগ পেয়েই অভিযান শুরু করি। টানা ছয় ঘণ্টার অভিযানে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই। ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা এবং ছিনতাই করা মোবাইল, জাতীয় পরিচয়পত্র, চালকের সনদ ও নগদ ৫ হাজার টাকা আমরা উদ্ধার করেছি।’
এসআই কিশোর জানান, গ্রেফতার হাসেমের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতিসহ মোট পাঁচটি মামলা আছে। রুবেলের বিরুদ্ধে চুরি ও জুয়াখেলার অভিযোগে রয়েছে দু’টি মামলা।
সারাবাংলা/আরডি/পিটিএম