আমি পুরোপুরি সুস্থ, শিগগিরই দেশে ফিরছি: রওশন
১০ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৭
ঢাকা: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতা বলে আমি বিশেষ প্রয়োজন উল্লেখ করেই দশম জাতীয় সম্মেলন ডেকেছি। বিগত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা এবং অসংখ্যক দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, তা আমাকে ব্যথিত করেছে। যা কিনা পল্লিবন্ধু খেতাব ও তার আদর্শকে সামনের দিকে এগিয়ে নিতেই এবং জাপাকে রক্ষা করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছি। আমি পুরোপুরি সুস্থ। শিগগিরই দেশে ফিরছি।
শনিবার (১০ সেপ্টেম্বর) ইকবাল হোসেন রাজুর সই করা এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বলেন, ‘যারা আমাকে বার বার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার। তৃতীয় পক্ষের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই।’
বিরোধীদলীয় প্রধান বলেন, ‘যে মর্হূতে আমি সুস্থ হয়ে উঠছি এবং সংসদ কার্যক্রমে অংশ নিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত, ঠিক সেই মুর্হূতেই বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাই এখন প্রশ্ন।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টির সবাই আমার সন্তান, আত্মার পরম আত্মীয়। স্নেহের ছোট ভাই-বোন ও বন্ধুজন। তাই সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহর রহমতে শিগগিরই দেশে এসে সময়ের সাথী হবো, বিপদে-আপদে থাকব তোমাদেরই পাশে।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম