Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্গাপূজায় মণ্ডপে সিসি ক্যামেরা-স্বেচ্ছাসেবক টিম রাখতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৫

ঢাকা: আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। পূজায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে এবার প্রত্যেকটি পূজা মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে পূজা উদযাপন পরিষদকে পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে মণ্ডপগুলোতে একটি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্বেচ্ছাসেবক টিম রাখারও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

রোববার (১১ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের দুর্গাপূজায় কুমিল্লায় সহিংসতার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেখানে যদি স্বেচ্ছাসেবক দল থাকতো তাহলে কোনো লোক মধ্যরাতে এসে চুপি চুপি কোরআন শরীফ রেখে যেতে পারতো না। আর যদি সিসি ক্যামেরাও থাকতো তাহলে অপরাধীকে দ্রুত খুঁজে বের করা যেতো। তাই এবার আমরা সবাইকে বলেছি যেন মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখে।’

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার পূজামণ্ডপ বেড়েছে। সারাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা বলেছি এই সংখ্যা আর যেন না বাড়ে। সেজন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ করা হয়েছে।’

পূজাকে কেন্দ্র করে সরকারের নেওয়া উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সকল পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাবাহিনী কর্মী নিয়োজিত থাকবে। শিশু ও নারীদের নিরাপত্তায় ইভটিজিং বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো জরুরি কাজে ৯৯৯ কল করার ব্যবস্থা থাকবে। পুলিশ সদর দফতর ও জেলা পুলিশের কন্ট্রোল রুম থাকবে। সেখানে যেকোনো তথ্য জানাতে পারবেন সবাই।’

আযানের সময়গুলোতে মসজিদসংলগ্ন মন্দিরে শব্দযন্ত্র সীমিত রাখার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পূজায় আগতদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূজা মণ্ডপকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকাসহ যেসব স্থানে যানজটের আশংকা রয়েছে সেসব স্থানে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মনিটরিং করা হবে। পূজাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশংকা নেই।’

উল্লেখ্য, ২০২০ সালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে দেশে। কুমিল্লায় পূজামণ্ডপে পরিকিল্পিতভাবে কোরআন শরীফ রেখে চালানো হামলায় মৃত্যুর ঘটনাও ঘটে।

সারাবাংলা/জেআর/এমও

দুর্গাপূজা মণ্ডপ সিসি ক্যামেরা স্বরাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাসেবক টিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর