গোবিন্দগঞ্জে ৮০০ বস্তা টিএসপি সার জব্দ, জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ১১:২১
১২ সেপ্টেম্বর ২০২২ ১১:২১
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের শাহ্ আলম আকন্দের বাড়ির গোডাউনে অভিযান চালানো হয়।
এসময় বাড়ির নীচ তলার গোডাউনে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এসময় শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মহিমাগঞ্জ ইউনিয়নের সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত সারগুলো প্রকৃত দরে কৃষকদের মাঝে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এনইউ