Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪২

নারায়ণগ‌ঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে সেবার মান বৃদ্ধিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অত্যন্ত আন্তরিক। দুঃস্থ্, অসহায় ও সাধারণ মানুষ যা‌তে বিনামূ‌ল্যে ও স্বল্পমূ‌ল্যে স‌ঠিক চি‌কিৎসা‌সেবা পায়, সে বিষয়‌টি লক্ষ্য রাখ‌তে হ‌বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার (১২ সে‌প্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ের অডিটো‌রিয়া‌মে স্থানীয় পল্লী চি‌কিৎসক এবং স্বাস্থ্যসেবক‌দের অংশগ্রহ‌ণে মা ও শিশু স্বাস্থ্য সেবাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। কর্মশালার আয়োজন ক‌রে আরবান প্রাইমারি হেলথ্ কেয়ার সা‌র্ভি‌সেস ডে‌লিভারি প্রজেক্ট-২ পর্যায় এবং তারা‌বো পৌরসভা স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যেমন ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত-উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। তারই ধারাবাহিকতায় আগামী ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন করতে আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে।’

তিনি ব‌লেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। তারাবো পৌরবাসী সুখে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ এগিয়ে যাবে। তারা‌বো পৌরবাসীর সু‌খে-দুঃখে আমি সবসময় পা‌শে র‌য়ে‌ছি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সা‌র্বিক সহযোগিতায় তারা‌বো পৌরসভায় অনেক উন্নয়ন করেছি। পৌরসভা‌কে এগি‌য়ে নি‌তে আপ্রাণ চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছি।’

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তারা‌বো পৌরসভার স্যা‌নেটারি ইন্স‌পেক্টর আব্দুল ম‌তিনের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন- পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌ম, প্রাইমারী হেলথ্ কেয়ার সা‌র্ভি‌সেস ডে‌লিভারি প্রজেক্ট-২ এর প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জ‌হিরুল আলম সিকদার প্রমুখ

সারাবাংলা/পিটিএম

তারাবো পৌরসভা মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর