Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা আত্মাহুতির জন্য প্রস্তুত: মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ২০:২০

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কেউ গুলি করলে আমরা তাকে ছাড় দেব না। আমরা আত্মাহুতির জন্য প্রস্তুত। আর গুলি চালানো হলে আমাদের আন্দোলন ভিন্ন প্রক্রিয়ায় হবে। অবস্থা বুঝে ব্যবস্থা নেব।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রমনা ও শাহবাগ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ-পানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং পুলিশ-বিএনপি সংঘর্ষে ভোলা ও নারায়ণগঞ্জে দলের তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় এ সমাবেশ আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আগে আমরা পল্টনে কর্মসূচি করতাম। পরে মুক্তাঙ্গনে আনা হলো। সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আমরা প্রেস ক্লাবের সামনে করেছি, সেখানেও আজ কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা এখন অলিগলিতে মিছিল করব। সরকারের ঠেকানোর ক্ষমতা থাকবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপির মিছিল শুরু হয়েছে। এটা সরকার পতন না হওয়া পর্যন্ত শেষ হবে না। সরকার প্রচণ্ড ভয় পেয়েছে, রাস্তাঘাটে পুলিশ। সাপ কখন ছোবল দেয়? যখন ভয় পায়। এই আওয়ামী লীগের অবস্থাও সাপের মতো হয়েছে। তারা ভয় পেয়ে ছোবল দিচ্ছে।’

মির্জা আব্বাস বলেন, ‘এ সরকারের অধীনে নির্বাচন মানি না। নতুন নির্বাচনকালীন সরকার হবে, সেই সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। তারপর নিরপেক্ষ নির্বাচন হবে। সেটা আদায় করে নিতে হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা ফজলুল হক মিলন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মীর সরাফত আলী সপু প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মির্জা আব্বাস


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর