Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেদা চৌধুরীর মৃত্যুতে দুই মেয়রের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ২৩:০১

ঢাকা: সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকার দুই মেয়র। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস এবং ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বর্ষীয়ান রাজনীতিক, সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ডিএসসিসি ও ডিএনসিসি মেয়র মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতিতে সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান তুলে ধরেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

মেয়র মো. আতিকুল ইসলাম শোকবার্তায় জানান, সাজেদা চৌধুরী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন তিনি। তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “সৈয়দা সাজেদা চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমন মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তেমন মুক্তিযুদ্ধোত্তর ‘বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ড’ এর পরিচালকের গুরু দায়িত্বও পালন করেছেন।”

শোকবার্তায় ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘তিনি (সাজেদা চৌধুরী) বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী ছিলেন। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দুঃসময়ে দৃঢ়তার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন। আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের অনন্য এক অনুগত সেনানী ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমরা হারালাম সত্যিকারের একজন অভিভাবক। তার নেতৃত্বের বলিষ্ঠতা, দেশের প্রতি দায়িত্বশীল কর্মের অনুপ্রেরণা হয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সৈয়দা সাজেদা চৌধুরী রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সারাবাংলা/আরএফ/একে

দুই মেয়র শোক সাজেদা চৌধুরী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর