ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ৮
১৩ সেপ্টেম্বর ২০২২ ১১:০০
ভারতের তেলেঙ্গানা প্রদেশে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশকয়েকজন আহত হয়েছেন। ওই ভবনের একটি ইলেকট্রনিক স্কুটার শোরুম থেকে উপর তলার একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রদেশের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। তেলেঙ্গানার সরকারি কর্মকর্তারা জানান, ভবনের নিচতলায় ইলেকট্রিক স্কুটারের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুতই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রুবি হোটেলে ছড়িয়ে পড়ে। সেখানে ওই সময় অন্তত ২৫ জন অতিথি অবস্থান করছিলেন।
আগুনে সৃষ্ট ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশির ভাগই ব্যক্তি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন মই ব্যবহার করে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। স্থানীয়রাও উদ্ধারকাজে সাহায্য করেছে।
এক ভিডিওতে দেখা যায়, কিছু লোককে আগুন থেকে বাঁচার জন্য হোটেলের জানালা থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন হায়দারাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ।
সংবাদ সংস্থা রয়টার্স’কে হায়দারাবাদের ডেপুটি কমিশনার চন্দনা দীপ্তি বলেছেন, স্কুটারগুলো যেখানে পার্ক করা ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে অতিরিক্ত চার্জের কারণে এমনটা ঘটে এবং তারপরে তা ছড়িয়ে পড়েছিল নাকি অন্য কোথাও শুরু হয়েছিল— তা এখনো নিশ্চিত না।’
আগুন লাগার সময় ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজ করেনি— বিষয়েটি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মেহমুদ আলি। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছি।’
এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য ২ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
সারাবাংলা/এনএস