Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকের পাসপোর্টের ব্যাপারে বিস্তারিত জানাবে পাসপোর্ট অধিদপ্তর


২৫ এপ্রিল ২০১৮ ১৭:২৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সম্প্রতি গণমাধ্যমে আলোচনায় আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্টের ব্যাপারে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলন করবে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতর।

বুধবার (২৫ এপ্রিল) পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মাসুদ রেজওয়ান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লন্ডনে থাকা তারেক রহমানের পাসপোর্ট নিয়ে সম্প্রতি যে আলোচনা চলছে, তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলা হবে।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিজের, তার স্ত্রী ও মেয়ের পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর এসব দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর