Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের আইনের মুখোমুখি হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১

আসাদুজ্জামান খান, ফাইল ছবি

রাজশাহী: যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, তাদের আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তারা সরকারি চাকরি করলেও আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আরএমপি পুলিশ লাইনসে ‘পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাদের গ্রেফতার করছে না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত নই। আমি বাইরে ছিলাম। আমি ঘটনাটি শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। তবে যারা অপরাধ করেছেন, নিশ্চয় তাদের আইনের মুখোমুখি হতে হবে। তদন্তের প্রয়োজন। তদন্ত হোক, একটু অপেক্ষা করুন। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ নিয়ে দু’জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমডিএ। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

সাংবাদিকেরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। ১২ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এখন শুনছি, আরাকান আর্মি নামের আরেকটা গোষ্ঠীর সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হচ্ছে। তাদের যখন অ্যাটাক করতে যাচ্ছে, তখন কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে।’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘সীমান্তে এভাবে গোলা আসার ব্যাপারে আমাদের বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। আশা করি, এই ধরনের গোলাগুলি বন্ধ হবে।’

পরে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল ও জেলার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।

সারাবাংলা/এনএস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর