Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরর সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৩

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের ঋণ সহায়তার আওতায় যে সকল চলমান প্রকল্পগুলো আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান ।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। ঢাকায় তার জায়গায় আসবেন প্রণয় কুমার ভার্মা। ২০২০ সাল থেকে দোরাইস্বামী ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন।

সারাবাংলা/এনআর/আইই

বিক্রম দোরাইস্বামী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর