Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবিসির ক্যামেরাম্যানের ওপর হামলা: ২ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৯

ঢাকা: ডিবিসির ক্যামেরাম্যান আল আমিনের ওপর হামলার অভিযোগে করা মামলায় মাহবুবুর রহমান ওরফে টিটু ও খাইরুল ইসলাম ওরফে খাইরুলের একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটর ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর একেএম জিয়াউর রহমান আসামিদের এ মামলায় গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন আজ ধার্য করেন।

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

জানা যায়, এই দুই আসামি রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

ডিবিসির ক্যামেরাম্যান আল আমিনের ওপর হামলার অভিযোগে গত ১ আগস্ট কোতয়ালী থানায় মামলা করেন আল-আমিন।

সারাবাংলা/এআই/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর