Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ৪৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩২

ঢাকা: আর্মেনিয়ার সীমান্তে অন্তত সাত ফ্রন্টে হামলা চালিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান পার্লামেন্টে জানিয়েছেন, সীমান্তবর্তী বিভিন্ন শহরে আজারবাইজানের হামলায় তার দেশের কমপক্ষে ৪৯  সেনা নিহত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করেন তিনি।

পার্লামেন্টে জরুরি ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ জন আর্মেনীয় নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, সোমবার মাঝরাতে আর্মেনিয়া সীমান্তের চার স্থানে হামলা চালায় আজারবাইজান। কয়েক ঘণ্টার মধ্যে আরও দুই থেকে তিন ফ্রন্টে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নাগোর্নো-কারাবাখ নিয়ে বিরোধের কারণে আজারবাইজান তার দেশের শহরগুলোতে আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছেন।

আজারবাইজানের আক্রমণের পাল্টা ব্যবস্থা নিতে মঙ্গলবার ভোরে একটি জরুরি নিরাপত্তা পরিষদের সভা করেন নিকোল পাশিনিয়ান।

জাতীয় নিরাপত্তা বৈঠকে রাশিয়ার কাছে সাহায্য আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে আর্মেনিয়া সরকার। বৈঠকের পর পাশিনিয়ান বলেন, সার্বভৌম আর্মেনিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের ফলে পারস্পরিক সহায়তা চুক্তির ভিত্তিতে রুশ ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে সাহায্য চাওয়া হচ্ছে।

এদিকে আর্মেনিয়া এবং আজারবাইজানকে অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে মস্কো।

সারাবাংলা/আইই

আর্মেনিয়া-আজারবাইজান টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর