Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি এলিজাবেথের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৩

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে আওয়ামী লীগের প্রতিনিধি দল এই শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে থাকা শোক বইয়েও স্বাক্ষর করেন।

মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে যান আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দুপুর ১২টা ২০ মিনিটে ব্রিটিশ হাইকমিশনে শোক বার্তায় স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানানো হয়।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ প্রতিকৃতি রানি এলিজাবেথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর