ঢাকা মেডিকেল হাসপাতালে বিশেষায়িত ৭৪ স্ক্যানু চালু
১৩ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৫
ঢাকা: শিশুমৃত্যুর হার কমাতে ঢাকা মেডিকেল কলেজে ৭৪টি বিশেষায়িত সেবাকেন্দ্র (স্ক্যানু) চালু হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ৭৪টি শেখ রাসেল বিশেষায়িত সেবা কেন্দ্র (স্ক্যানু) উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, ‘দেশে আজ মা এবং নবজাতকের মৃত্যুর হার অনেক বেশি। বছরে ৯০ হাজার থেকে এক লাখ শিশু মারা যায়। এই মৃত্যুর হার কমাতে স্ক্যানু প্রতিষ্ঠা করা হয়েছে। এতে মৃত্যুর হার কমে আসবে। অনেক জেলা হাসপাতালে স্ক্যানু নাই, সেসব জেলাতেই বসানো হবে।’
মন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলায় ১০টি আইসিইউ ও ১০টি সিসিইউ চালু করা হচ্ছে। স্বাস্থ্য সেবাকে ডিজিটালাইজড করতে কাজ করছে সরকার।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে দুইটি প্রতিষ্ঠান আছে। যার একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে কোনো রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যায় না। ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হয়। আমরা আর ফ্লোরে রেখে চিকিৎসা দিতে চাই না। বেডে রেখে চিকিৎসা দিতে চাই। হাসপাতালের অবকাঠামো তৈরি হয়েছে। দ্রুতই হাসপাতালের কাজ শুরু হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল হবে ঢাকা মেডিকেল।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবার সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আমিরুল মোর্শেদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন, ‘স্ক্যানুর সঙ্গে শেখ রাসেলের নাম যুক্ত করা হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন স্ক্যানুর সঙ্গে শেখ রাসেলের নাম থাকবে। আর এই স্ক্যানুর জন্য মাতৃমৃত্যুও শিশুমৃত্যু কমিয়ে আনা সম্ভব।’
সারাবাংলা/একে