Thursday 24 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ আবার ৪৮ ‍বিলিয়নে যেতে বেশি দিন লাগবে না: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৭

ফাইল ছবি

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রতিমাসেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। রেমিট্যান্সের মাধ্যমে আমরা যে পরিমাণ ডলার পাচ্ছি, এভাবে চলতে থাকলে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে যেতে বেশি দিন সময় লাগবে না।

তিনি বলেন, আমাদের অবস্থান আগের চেয়ে অনেক ভালো। এক্সপোর্ট বাড়ছে, ইমপোর্ট কমছে। পাশাপাশি রেমিট্যান্স অনেক দ্রুত বাড়ছে। আমরা এক বছরে রেমিট্যান্স অর্জন করেছিলাম ২৪ বিলিয়ন ডলার, অর্থাৎ মাসে দুই বিলিয়ন ডলার করে। এখন কিন্তু মাসে দুই বিলিয়নের ওপর চলে গেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। সভায় তিনি ভার্চুয়ালি অংশ নেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, আমাদের রেমিট্যান্স ডলারের জন্য কাউকে পেমেন্ট করতে হচ্ছে না। পেমেন্ট করতে হচ্ছে লোকাল যারা রেমিট্যান্স পাঠাচ্ছে। এখানে কোনো ডলার এক্সচেঞ্জ হয় না। আমরা মনে করি,  যেভাবে ৪৮ বিলিয়ন ডলার (রিজার্ভ) অর্জন করেছিলাম, সেখানে আমাদের যেতে বেশি দিন সময় লাগবে না।

বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক ঋণে সুদের হার বাড়ানো হচ্ছে—এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের ৯/৬ পারসেন্ট ইন্টারেস্ট রেট যেভাবে কার্যকর করেছি, এটা ভালোভাবেই চলছে। আমাদের মতো দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন কাজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের ফিসকাল ও মনিটরিং অ্যাপ্লাই করে কাজটি করি, বাংলাদেশ ব্যাংক সেই কাজটি করে থাকে।

অর্থমন্ত্রী বলেন, এক দেশের মুদ্রা আরেক দেশে গ্রহণ করতে হলে আন্তর্জাতিক মুদ্রা বিশেষ করে ডলার ব্যবহার করতে হয়। আমাদের যেটা করতে হবে কারেন্সি কিছু অফ করে রাশিয়াকে একসেপ্ট (গ্রহণ) করাতে হবে। তারা সেটি গ্রহণ করলে আমরা সেটি কাজে লাগাতে পারব।

মুস্তফা কামাল বলেন, ইন্টারেস্ট রেট নির্ভর করে ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর। আমরা ধীরে ধীরে মার্কেটভিত্তিক লেনদেনে যাবে। এতদিন যেভাবে প্রাইস (দর) ঠিক করে দিতাম, সেভাবেই যাবে। আমরা অ্যাডভান্স ইকোনমির দেশগুলো যেভাবে কারেন্সিকে ডিল করে সেভাবে চিন্তা করব। তারা যেভাবে ঠিক করে দেয়, সেভাবে ঠিক করে দেবে।

সারাবাংলা/জিএস/আইই

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর