Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. শাকিরসহ ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৩

ঢাকা: সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় চিকিৎসক শাকির বিন ওয়ালীসহ দুই জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত সংস্থা সিটিটিসির ইন্সপেক্টর এস এম মিজানুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে রামপুরা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় দশ দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীর এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামি আবরারুল হক।

রামপুরা থানার আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সেলিম রেজা এই তথ্য জানান।

জানা অয়, রাজধানীর রামপুরার বাসা থেকে শাকিরকে রোববার সিআইডি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার অভিযোগ করে। এরপর বুধবার ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশের দাবি, তারা ২ জনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

আরও জানা গেছে, কুমিল্লার নিখোঁজ ৭ শিক্ষার্থীর সঙ্গে ডা. শাকিরের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শাকিরের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়েই ওই ৭ জন আনসার আল ইসলামে যোগ দেন।

সারাবাংলা/এআই/একে

আনসার-আল ইসলাম জঙ্গি ডা শাকির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর