** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook
এসকে সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা, ২ ব্যবসায়ীকে তলব
২৫ এপ্রিল ২০১৮ ১৯:২১ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৯:৩৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নিরঞ্জন সাহা ও মোহাম্মদ শাহজাহান নামে ঢাকার দুই ব্যবসায়ীকে আগামী ৬ মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
বুধবার(২৫ এপ্রিল) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই দুই ব্যবসায়ীকে রাজধানীর সেগুন বাগিচার দুদক কার্যালয়ে ওইদিন হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়,এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। এছাড়া তারা পে অর্ডারের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকাও জমা দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দ ইকবাল হোসেন এ বিষয়ে সারাবাংলাকে বলেন, ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ আছে। তবে সাবেক প্রধান বিচারপতির অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান এই কর্মকর্তা।
এদিকে দুদকের গণমাধ্যম শাখা জানিয়েছে, উত্তরার দুই ব্যবসায়ী নিরঞ্জন সাহা ও মোহাম্মদ শাহজাহানকে ৬ মে সকাল নয়টায় দুদক কার্যালয়ে হাজিরের জন্য চিঠি পাঠানো হয়েছে। ফারমার্স ব্যাংক থেকে তারা ভুয়া কাগজ দেখিয়ে ৪ কোটি ঋণ নিয়েছেন। পরে ওই টাকা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে।
সারাবাংলা/জিএস/জেডএফ