Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন কমিশন যতই রোডম্যাপ করুক কোনো কাজে আসবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ০০:০০

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। নির্বাচন কমিশন যতই রোডম্যাপ করুক না কেন তা কোনো কাজেই আসবে না। কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে না।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে কোনো কথা ও প্রশ্ন হতে পারে না। কারণ আমরা এই নির্বাচন কমিশনকেই মানি না।’

প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালচনা করে ফখরুল বলেন, ‘ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিছুই নিয়ে আসতে পারেননি। আমরা যেটা আশা করেছিলাম তিস্তার পানিবণ্টন, অভিন্ন নদীর পানিবন্টন, সীমান্তে হত্যা রোধ, ট্রেড ব্যালেন্স যেটা ভারসাম্যহীন হয়ে আছে- এ ধরনের প্রধান প্রধান সমস্যাগুলো দূর করা নিয়ে আলোচনা করবেন। কিন্তু তার একটাও হয়নি। এমনকি তিনি প্রেস কনফারেন্সেও সুস্পষ্টভাবে বলেননি যে, তিনি বাংলাদেশের মানুষের জন্য ভারতের কাছ থেকে কী কী নিয়ে এসেছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপির নেতা আছে বলেই এই সরকার বিএনপিকে এত ভয় পায়। বিএনপির নেতা আছে বলেই আজ বিএনপি উঠে দাঁড়াচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সু-সংগঠিত হচ্ছে। সেইসঙ্গে আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন বিএনপি সফল করবে।’

ঠাকুরগাঁওয়ের রুহিয়া বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী দল। সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে আছে। তারা যে সন্ত্রাসী দল এটার প্রমাণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ঘটনা।’

বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

ঠাকুরগাঁও মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর