Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

যুক্তরাজ্যের লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশ সময় সাড়ে চারটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সফরসূচিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে জানানো হয়েছে— লন্ডন বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৫টায় প্রধানমন্ত্রী তার আসাবস্থলের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরেরদিন থেকে লন্ডনে নির্ধারিত বৈঠকে অংশ নেওয়া শুরু করবেন।

এদিকে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী প্রথমে যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। লন্ডনে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে অবস্থান করবেন এবং নিউইয়র্ক সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কপর্বে বক্তব্য দেবেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন।

সারাবাংলা/এনআর/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর