Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাংলা গড়ার অন্যতম সৈনিক ছিলেন শাহ মোয়াজ্জেম: রওশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:২২

ঢাকা: বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রওশন এরশাদ। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

শোকবার্তায় রওশন এরশাদ বলেন, ‘শাহ মোয়াজ্জেম ছিলেন পুরোদস্তুর রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করে গেছেন শাহ মোয়াজ্জেম।’

বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির রাজনীতিতে তার কর্মকাণ্ড ও অবদান স্মরণীয়। শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে রাজনীতিতে যে ক্ষতি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।’

আরেক শোকবার্তায় সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

সারাবাংলা/এএইচএইচ/এমও

রওশন শাহ মোয়াজ্জেম শাহ মোয়াজ্জেম হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর