Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার দুদকের মামলায় গ্রেফতার নূর হোসেন


২৫ এপ্রিল ২০১৮ ১৮:৪২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতির মামলায় এবার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই গ্রেফতার দেখানোর আবেদনটি মঞ্জুর করেন। গত ৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ আসামি নূর হোসেনকে দুর্নীতির মামলায় গ্রেফতারের আবেদন করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, নূর হোসেনের সম্পদের হিসাব চেয়ে ২০১৫ সালের ১৭ নভেম্বর নোটিশ দেয় দুদক। কারাবন্দি অবস্থায় তিনি ওই বছরের ১২ ডিসেম্বর সম্পদের হিসাব বিবরণী জমা দেন।

দুদকের অনুসন্ধানে উঠে আসে নূর হোসেন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন সেখানে তিনি ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখল করেছেন।

এই অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী ২০১৬ সালের ১ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(১) ও ২৭ (১) ধারায় রমনা থানায় মামলা দায়ের করেন।

সাত খুন মামলায় ২০১৪ সালের ১৯ জুলাই গ্রেফতার হন নূর হোসেন। ২০১৭ সালের ১৬ জানুয়ারি আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

সারাবাংলা/এআই/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

অবৈধ সম্পদ অবৈধ সম্পদ অর্জন দুদক নূর হোসেন সাত খুন সাত খুন মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর