Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ থেকে ২৮ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:০১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আশ্বিনী পূর্ণিমার সময় ইলেশের প্রধান প্রজনন মৌসুম। সে হিসেবে এবার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অর্থাৎ, ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করছে সরকার। এ সময় ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ, মজুদও নিষিদ্ধ থাকবে।’

জানা গেছে, নিষিদ্ধ সময়ে সারাদেশের মাছের ঘাট, মৎস্য আড়ৎ, হাট-বাজার, চেইনশপে অভিযান চালানো হবে বলেও জানান মৎস্য অধিদফতরের কর্মকর্তারারা। এছাড়া ইলিশ ধরা নিষিদ্ধের সময়ে জেলেদের ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় চাল দেবে সরকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ইলিশ ইলিশ ধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর