Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনে মনোনয়ন জমা দিলেন আ.লীগের সদর উদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:২২

কুষ্টিয়া: আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো আজ। এদিন চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী সদর উদ্দিন খান, সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষে জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও সাধারণ সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলে এ মনোনয়ন জমা।

আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। নির্বাচনে ৯৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর