পুনঃনিরীক্ষণ করা যাবে কৃষি গুচ্ছের ভর্তির ফল
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৬
ঢাকা: দেশের আটটি কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার ফল নিয়ে অনেক শিক্ষার্থী মধ্যেই রয়েছে অসন্তোষ। তাদের দাবি, ভর্তি পরীক্ষা শেষে মূল বই, কোচিং সেন্টারের উত্তরপত্র এবং অনলাইন ঘাটাঘাটি করে প্রশ্নের উত্তর মিলিয়ে যে নম্বর পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পেয়েছেন তারা।
আর তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘উত্তরপত্র পর্যালোচনা করে সর্বোচ্চ সতর্ক থেকেই আমরা ফলাফল প্রকাশ করেছি। এর পরেও যদি কারও কোনো অভিযোগ থাকে তবে তারা লিখিত জানাতে পারবেন।’
শেকৃবি রেজিস্ট্রার জানান, লিখিত অভিযোগ জানানোর জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে তার পরীক্ষার প্রবেশপত্র থাকা আবশ্যক। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে একজন শিক্ষার্থীকে ১০০০ টাকা জমা দিতে হবে। ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।
উল্লেখ্য, বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর দেশের আটটি কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর মেধাতালিকায় নাম থাকতে শিক্ষার্থীদের ৬২ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা ছিল।
এবার সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার জন্য ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে মেধাতালিকায় ৩২৩০ জন সাধারণ, ১৬১ জন মুক্তিযোদ্ধা, ৫৫ জন নৃ-গোষ্ঠী, ১৪ জন দলিত, তিনজন বিকেএসপি, ১০ জন করে অসামর্থ ও নির্বাসিত এবং ১২ জন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নিয়ে স্থান পেয়েছে। পাশাপাশি ৬ হাজার শিক্ষার্থীর অপক্ষমাণ তালিকায় রয়েছে। https://acas.edu.bd/ এই ঠিকানায় গিয়ে কৃষিগুচ্ছের ভর্তির ফল জানা যাবে।
গুচ্ছভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবেন। এসব বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৩ হাজার ৫৩৯টি।
সারাবাংলা/পিটিএম