যুক্তরাজ্যে পোশাক রফতানি বেড়েছে ৩৫ শতাংশ
১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৪
ঢাকা: চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৩৫ শতাংশের বেশি। শুধু তাই নয়, একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ ও ইউরোপের বাজারে ২৩ শতাংশ রফতানি বেড়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত দেশভিত্তিক রফতানির পরিংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশের পোশাক রফতানি বেড়েছে ২৩ দশমিক ২১ শতাংশ, রফতানি আয় ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে জার্মানিতে বেড়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ। এছাড়াও স্পেন এবং ফ্রান্সে রফতানি বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ৫২ শতাংশ ও ৩৭ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রফতানি হয়েছে, যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। যুক্তরাজ্য এবং কানাডায় রফতানি বেড়েছে যথাক্রমে যথাক্রমে ৩৫ দশমিক ৬৪ শতাংশ ও ১৮ দশমিক ৪৯ শতাংশ।
একই সময়ে অপ্রচলিত বাজারের দেশের পোশাক রফতানি ৩৭ শতাংশিক ৯০ শতাংশ বেড়ে ১ দশমিক ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অপ্রচলিত বাজারের মধ্যে জাপান ও ভারতে রফতানি বেড়েছে যথাক্রমে ২৫ দশমিক ৮১ শতাংশ এবং ৯৮ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে রাশিয়া ও চীনে রফতানি কমেছে যথাক্রমে ৫৮ দশমিক ২৯ শতাংশ এবং ১৩ দশমিক ২১ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল সারাবাংলাকে বলেন, ‘গত জুলাই ও আগস্টে রফতানি বেড়েছে। কিন্তু বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি খুচরা ব্যবসাকে প্রভাবিত করছে। এ কারণে আগামী মাস থেকে প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে।’
তিনি উল্লেখ করেন, বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে পোশাক অবিক্রিত রয়েছে। তাই তারা এখন অর্ডার এবং উৎপাদন বন্ধ করে দিচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম